করোনাযোদ্ধা চিকিৎসক, পুলিশ, সাংবাদিক এবং জনপ্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে নেত্রকোনায় এক মিনিটের 'হাততালি কর্মসূচি' পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়।
বেসরকারি সংস্থা 'আইইডি' ও নাগরিক সংগঠন 'জনউদ্যোগ' আয়োজিত হাততালি কর্মসূচিতে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা সামনের সারির করোনাযোদ্ধাদের সম্মানে বেলা ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত হাততালি দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.