সাকিব বানালেন সর্বকালের সেরা আইপিএল একাদশ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১৪:২৭

এর আগে অনেকের তৈরি আইপিএলের একাদশে ছিল সাকিবের নাম। এবার সাকিব নিজেই তৈরি করছেন আইপিএলের সর্বকালের সেরা একাদশ। বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে আট বছর খেলেছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেছেন সাকিব।

সবচেয়ে বেশি খেলেছেন কলকাতার হয়ে। বাংলাদেশের দেশের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি আসরে প্রতিনিধিত্ব করা খেলোয়াড় সাকিব। ক্রিকবাজের অনলাইনে হার্শা ভোগলের সঙ্গে আলাপচারিতায় সাকিব তার সেরা আইপিএল একাদশ বাছাই করেন। সেই একাদশে তিনি নিজেকেও রেখেছেন।

দলের নেতৃত্বে রেখেছেন সাবেক নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীরকে। ওপেনার হিসেবে আছেন কলকাতার রবিন উথাপ্পা ও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে ব্যাট হাতে নামবেন অধিনায়ক গম্ভীর। এরপর চার নম্বরে আছেন আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ভারতের মনিশ পান্ডিয়া।

পাঁচে নিজেই ব্যাট হাতে নামবেন সাকিব। ছয় এবং সাত নম্বরে যথাক্রমে থাকছেন ভারতের ইউসুফ পাঠান ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। স্পিনার হিসেবে সাকিবের সঙ্গে হাত ঘোরাবেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও