করোনামুক্ত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২০, ১২:৫৮

করোনামুক্ত হয়েছেন মৌলবীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এমপি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ। তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। ১৬ জুন তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে উপাধ্যক্ষ আবদুস শহীদের ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন করোনা নেগেটিভ। মৌলভীবাজার থেকে ছয়বারের এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আবদুস শহীদ। তিনি বর্তমান সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির
সভাপতি।

আহাদ মো. সাঈদ হায়দার আরও বলেন, গতকাল ২৪ জুন প্রথম ফলোআপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ তার রিপোর্ট নেগেটিভ আসে। দেশবাসী এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেন, এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং দলকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার এবং চীফ হুইপের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পাশে থাকার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও