উত্তাল সাগরে খালি হাতে হাঙরকে পাকড়াও, ভিডিও ভাইরাল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ জুন ২০২০, ২১:০৫

এইতো সেদিন অস্ট্রেলিয়ায় হাঙরকে ঘুষি মেরে প্রাণে রক্ষা পেয়েছিলেন ফ্রান্সের এক সাঁতারু। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটলো ঠিক উল্টো চিত্র। উত্তাল সাগরের বিচে একটি হাঙরকে পাকড়াও করেছেন এক সাঁতারু যুবক। খালি হাতে সেই হাঙরের মুখ খুলছেন তিনি। এরইমধ্যে এমন দুঃসাহসিক কাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দ্য মিরর-এর খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ হেনলোপেন স্টেট পার্কহাতির ঘোরায় বিচের দেলাওয়েরে একটি হাঙরকে নিজের বাগে এনেছিলেন ওই সাঁতারু যুবক। আর তার ভিডিওটি ধারণ করেন দেনাওয়েরের বাসিন্দা রেচেল ফস্টার। পরে তিনি ভিডিওটি ফেসবুকে শেয়ার করলেই ভাইরাল হয়ে পড়ে।

মিস রেচেলও ভিডিও-এর ক্যাপশনে লিখেন, ওই সাঁতারু কোনো নিয়ম ভাঙেননি। সব নিয়ম মেনেই ওই হাঙরটিকে বাগে এনেছিলেন। ভিডিও-তে শোনা গিয়েছে, আশপাশে দাঁড়ানো মানুষ ওই দৃশ্য দেখে শিউরে উঠে চিৎকার করছেন। ওই সাঁতারু বেশ কিছুক্ষণ হাঙরটিকে ধরে রাখেন। পরে হাঙরের মুখ হাত দিয়ে খুলেন।

পাশে থেকে এক নারী চিৎকার করে বলেন, 'এটা একটা বিশাল হাঙর!'। তবে হাঙরটিকে কোনো আঘাত বা ধরার জন্য নয়, কেবলই ছবি তুলে ছেড়ে দিয়েছেন ওই সাঁতারু।

দেলাওয়েরল বে এবং আটলান্টিক মহাসাগরে প্রচুর হাঙর পাওয়া যায়। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় ১০ ফুট লম্বায় একটি হাঙর পাওয়া গিয়েছিল। ওই হোয়াইট শার্ক বা হাঙর ৬০ বছরের এক সাঁতারুকে গিলে খেয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও