কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘ঝামেলা করতে আসিস না, ভিডিও ফাঁস করে দেবো’

নেপোটিজম নিয়ে ঝড় চলছে বলিউডে। তবে শুধুই অভিনয় জগতে নয়, বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছে একই রকমের সমস্যা। সম্প্রতি ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম একটি ভিডিওর মাধ্যমে অভিযোগ করেছেন বলিউডের সঙ্গীত জগত দুজন মাফিয়ার দ্বারা চালিত হয়।‌ এবং এর জন্য সংগীত জগতে ও খুব শীঘ্রই কেউ আত্মহত্যা করবেন বলেও আশঙ্কা করেছেন তিনি। এবার এই প্রসঙ্গেই টি সিরিজ এর চেয়ারম্যান ভূষণ কুমার এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সোনু নিগম। সোনু যে ভিডিওটি করে সমস্যার কথা তুলে ধরেছিলেন তাতে কোনো ব্যক্তির নাম সরাসরি নেননি। কিন্তু তার দাবি সেই ভিডিওর পরে তার নাম নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের অপমানজনক কথা বার্তা লেখা হচ্ছে টি সিরিজের চেয়ারম্যান ভুষণ কুমার এর নির্দেশে। আর তাই আরো একটি ভিডিও করে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি ভুষণ কুমারকে। সোনু ভুষণ কুমারকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমার এবার ভুষণ কুমার এর নাম নিতেই হবে। ভুল লোকের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিস তুই। তুই সেই দিনের কথা ভুলে গিয়েছিস যেদিন তুই আমার বাড়ি এসে আমাকে একটা অ্যালবামে গান গাওয়ার জন্য কাকুতি-মিনতি করেছিলি। আমার কাছে অনুরোধ করেছিলি সুব্রত রায়, মিতা ঠাকরে, বাল ঠাকরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আবু সালেমের হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলি। মনে আছে সেই দিনগুলো? আমি তোকে সাবধান করছি আমাকে কোনো কিছুতে জড়াবি না। মারিনা কুয়ার-কে মনে আছে তো? আমি জানিনা, কিন্তু মিডিয়া জানে তিনি কেন চলে গিয়েছিলেন। মাফিয়ারা এভাবেই কাজ করে। তার ভিডিওটি কিন্তু এখনো আমার কাছে আছে। আমার সঙ্গে ঝামেলা করতে এলে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করব। আমার সঙ্গে ঝামেলা করার সাহস করিস না।’ প্রসঙ্গত সনু সম্প্রতি ভিডিও এ বলেছিলেন, ‘সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু হয়েছে। একজন অভিনেতার মৃত্যু হয়েছে। আগামীতে এই একই ঘটনা ঘটবে একজন গায়ক বা গীতিকার বা সঙ্গীত পরিচালকের সঙ্গে। কারণ সংগীত জগতে বড় বড় মাফিয়া বসে আছে দুর্ভাগ্যবশত।’ তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি অনেক ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে আসি। আমি বিষয়টা থেকে বেরিয়ে গেছি। গত ১৫ বছরে আমার আর গান গাওয়া সেরকম ইচ্ছে নেই। আমি নিজের মতো করে নিজের জগতে ভালো আছি। কিন্তু নতুন শিল্পী কম্পোজার এবং গীতিকারদের চোখে আমি সেই ফ্রাস্ট্রেশন দেখেছি। তারা কখনও কখনও হাউ হাউ করে কেঁদেছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন