দীর্ঘদিন ধরেই প্রেমের তরীতে ভাসছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মডেল ক্যামেলিয়া মোরোনে।গত ১৬ জুন ২৩তম জন্মদিনের কেক কেটেছেন ক্যামেলিয়া মোরোনে। প্রেমিকার জীবনের বিশেষ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে তাকে নিয়ে প্রমোদতরীতে ঘুরতে বেড়িয়েছিলেন ডিক্যাপ্রিও। সেখানেই কয়েকজন বন্ধুদের নিয়ে প্রেমিককার জন্মদিন উদযাপন করেছেন হলিউডের এই তারকা।
এসময় এই তারকা জুটির সঙ্গে উপস্থিত ছিলেন- অভিনেতা নিনা ডবরেভ, অলিম্পিক স্নোবোর্ডার শন হোয়াইট, অভিনেতা কেভিন কনলি এবং লুকাস হাস।
৪৩ মিটার লাইট স্টার সুপার প্রমোদতরীটি লস অ্যাঞ্জেলেসের মেরিনা ডেল রেতে সকাল ১১টার দিকে মালিবুর দিকে যাত্রা শুরু করে। সেখান থেকে ফিরে আসে বিকেল সাড়ে ৪ টায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.