কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুল পড়ে যাচ্ছে? সমাধান জেনে নিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৭:০৬

চুল পড়তে শুরু করলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায়। এদিকে চুল পড়ার কারণে কমতে থাকে বাহ্যিক সৌন্দর্য। তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষণের কারণে এই সমস্যা হতে পারে। এই চুল পড়া নিয়ে সমস্যায় ভুগছেন অনেকেই।

চুল পড়া বন্ধ করতে অনেকে বাজার থেকে নানারকম রাসায়নিক পণ্য কিনে ব্যবহার করেন। তবে এইসব সমস্যার জন্য রাসায়নিক পণ্য ব্যবহারের ফলে চুল পড়া কমে না, বরং চুল আরও পাতলা ও প্রাণহীন হয়ে যায়। চুল পড়ার সমস্যা দূর করতে ঘরোয়া কিছু উপায় জানাচ্ছে বোল্ডস্কাই-

দই খাওয়ার উপকারিতা জানেন নিশ্চয়ই। এই দই ব্যবহার করতে পারেন চুলের যত্নেও। চুলে দই ব্যবহার করলে চুল বাড়ে। চুলে দই ও মধু মিশিয়ে লাগান, কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ফলে চুলের দৈর্ঘ্য বাড়ে।

মেথির বীজে নিকোটিনিক অ্যাসিড পাওয়া যায়, যা চুলের গোড়াকে শক্তিশালী করে। মেথির বীজে প্রচুর প্রোটিন পাওয়া যায়, প্রোটিন চুলের জন্য খুবই উপকারি। মেথির বীজ পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে চুল ধুলে খুশকি কমে। এছাড়াও, মেথি চুল পড়া কমায়। মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন, তারপরে মেথি পিষে পেস্ট বানিয়ে নিন। তাতে এক চামচ নারিকেল তেল মেশান। এবার এই মিশ্রণটি চুলে লাগান। এরপরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার এটি করলে চুল ঘন এবং চকচকে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও