হজ নিবন্ধনকারীরা চাইলে ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবেন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১৩:২৩
হজে যেতে ইচ্ছুক চূড়ান্ত নিবন্ধন করা ৬৫ হাজার হজযাত্রী চাইলে নিজেদের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব মো. নূরুল ইসলাম।
করোনা ভাইরাসের কারণে এ বছর সেদি আরবে নিজ দেশ ছাড়া অন্যান্য দেশের নাগরিকরা হজ করতে পারবেন না বলে ঘোষণা দেওয়ার পর এ কথা জানিয়েছেন ধর্মসচিব। মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানিয়েছেন তিনি।
ধর্মসচিব বলেন, টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ না যেতে চাইলে টাকা ফেরত পাবেন। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত আছে, হজে যেতে ইচ্ছুকদের ভয় নেই।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের বিপরীতে নিবন্ধন করেছিলেন মোট ৬৪ হাজার ৫৯৪ জন।