সবার জন্য করোনার চিকিৎসা নিশ্চিত করার দাবীতে শাকিরা-বিবার-মাইলির কনসার্ট

চ্যানেল আই প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১১:০৩

সবার জন্য করোনাভাইরাস পরীক্ষা করানোর সুযোগ এবং চিকিৎসা নিশ্চিত করার দাবি নিয়ে বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণ করতে আয়োজন করা হয়েছে এক কনসার্টের। অ্যাডভোকেসি অর্গানাইজেশন ‘গ্লোবাল সিটিজেন’ এবং ইউরোপিয়ান কমিশন সোমবার ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার’ শিরোনামের এই কনসার্টের ঘোষণা দিয়েছেন।

২৭ জুন বিশ্বব্যাপী প্রচারিত হবে এই কনসার্ট। ঘরেই বসেই এই কনসার্টের শিল্পীরা পারফর্ম করবেন। উপস্থাপনা করবেন ডোয়াইন জনসন। পারফর্ম করবেন শাকিরা, মাইলি সাইরাস, জেনিফার হাডসন, জাস্টিন বিবার, কোল্ডপ্লে সহ আরো অনেকে। অংশ নেবেন বিলি পোর্টার, চার্লিজ থেরন, ক্রিস রক, কেরি ওয়াশিংটন, সালমা হায়েক এবং বেকহামকেও।

আমেরিকার এনবিসিতে প্রচার করা হবে এই কনসার্ট। এছাড়াও বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেল, রেডিও, ওয়েবসাইট এবং স্ট্রিমিং আউটলেটে দেখা যাবে কনসার্টটি। তহবিল সংগ্রহের জন্য এই কনসার্টের আয়োজন করা হয়নি। বিশ্বের সবার জন্য চিকিৎসা নিশ্চিত করা এবং সচেতনতা বাড়ানোর উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছে এই কনসার্টের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও