কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় আরেক পুলিশের মৃত্যু, মোট ৩১

ঢাকা টাইমস প্রকাশিত: ২২ জুন ২০২০, ২২:২৭

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখসারিতে থাকা পুলিশের আরেক সদস্য আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম রফিকুল ইসলাম। তিনি নারায়ণগঞ্জ বন্দর পুলিশ ফাঁড়িতে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইমপালস্ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই সদস্য ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকেছেন।

সদরদপ্তর জানায়, রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক রেখে গেছেন। এরই মধ্যে পুলিশের ব্যবস্থাপনায় রফিকুলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও