কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কন্যা সন্তান হলেই বিক্রি করে দেন তারা

ঢাকা টাইমস প্রকাশিত: ২২ জুন ২০২০, ২২:০৯

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে পাঁচদিনের কন্যা সন্তানকে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। রবিবার উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও ওই পরিবারটি তাদের আরেক কন্যা সন্তানকে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে।

জামালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, এলাকার হাবিল শেখ তার মানসিক ভারসাম্যহীন ভাই ছাবুল শেখের পাঁচদিনের শিশু সন্তানকে অন্যত্র বিক্রি করেছেন বলে শুনেছি। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। হাবিলকে আজকের মধ্যে ওই সন্তান ফেরত আনতে বলেছি। এটা রীতিমত ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসী জানান, জামালপুর ইউনিয়নের তুলশীবরাটের মৃত আদম শেখের ছেলে সাইফুল ওরফে ছাবুল শেখ মানসিক প্রতিবন্ধী এবং তার স্ত্রীও মানসিক ভারসাম্যহীন। ফলে জন্ম নিয়ন্ত্রণ কী তা বোঝেন না তারা। ওই দম্পতি এখন পর্যন্ত দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের দেখভাল করেন ছাবুল শেখের ভাই হাবিল শেখ। হাবিলের মাধ্যমেই সদ্য জন্ম নেয়া পাঁচদিনের কন্যা সন্তানকে সাতক্ষীরায় তাদের দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছে বিক্রি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও