![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/06/online/facebook-thumbnails/download-(5)-samakal-5ef0d94d9baeb.jpg)
চট্টগ্রামে ৫৬০ কেজি নকল ব্লিচিং পাউডারসহ গ্রেফতার ৩
চট্টগ্রামে ৫৬০ কেজি নকল ব্লিচিং পাউডারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- হেনরি রিবেরো ওরফে হেনরি কামাল (৪৮), মো. নুর নবী (৪৬) ও মো. মিজান (৩৮)।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী বাজারের সেনোয়ারা গেস্ট হাউজের চতুর্থ তলার একটি কক্ষ থেকে নকল ব্লিচিং পাউডার প্যাকেটজাত করার সময় হাতে নাতে তিনজনকে গ্রেফতার করা হয়। চুনা সদৃশ বস্তু নিউ বিদ্যুৎ ব্লিচিং পাউডারে নামে প্যাকেটজাত করা হচ্ছিল। কোম্পানির নাম লেখা হয়েছে নিউ বিদ্যুৎ কেমিক্যাল কোম্পানি। ব্লিচিং পাউডারের নামে এসব আসলে কি প্যাকেটজাত করছে, আদৌ এ নামে কোন কোম্পানি আছে কি না তা আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।