কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্যা‌রি‌সে বি‌ক্ষোভ, আন্দো‌লে‌নের ঘোষণা অনিয়‌মিত অভিবাসী‌দের

ফ্রান্সের রাজধানী প্যা‌রিসে অনিয়‌মিত অভিবাসী‌দের নিয়‌মিতকরণসহ বি‌ভিন্ন দাবি নি‌য়ে ২০ দিন পর আবা‌র বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ হয়েছে। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি প্যা‌রি‌সের ন্যাশন থেকে শুরু হ‌য়ে স্থা‌লিংগ্রাদে গি‌য়ে শেষ হয়। পূর্বঘো‌ষিত সময় অনুযায়ী ২০ জুন বেলা দুইটায় প্যা‌রি‌সের প্লাস দো লা ন্যাশন এলাকায় দ‌লে দ‌লে লোকসমাগম হ‌তে থা‌কে ব্যানার ও ফেস্টুন হা‌তে। হাজারও মানু‌ষের অংশগ্রহণ‌ আর স্লোগ‌নে মুখরিত হয় ন্যাশন প্রাঙ্গণ। এ সময় বি‌ক্ষোভকারীরা স্লোগান দি‌তে থা‌কেন। ‘সবাইকে নিয়‌মিত করা হোক। আমরা যাঁরা নিয়মিত, আমা‌দের যাঁদের কাগজ আছে, তাঁরাও একাত্মতা প্রকাশ কর‌ছি সবাইকে নিয়‌মিত করা হোক।’ বি‌ক্ষো‌ভে অন্য দে‌শের অভিবা‌সী‌দের সঙ্গে বাংলা‌দেশি ক‌মিউনি‌টির সংগঠন ফ‌সে আবেক রাব্বানী, ফ্রা‌ন্সে বাংলা‌দেশি শ্রমিক গ্রুপ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিউনি‌টি ফ্রান্স, ইপিএস (EPS) ক‌মিউনি‌টি ফ্রান্স, রে‌মি‌ট্যান্স যোদ্ধা বাংলাদেশ, বাংলা‌দেশি ক‌মিউনি‌টি ইন ফ্রান্সসহ (BCF), বিভিন্ন শ্রেণি–পেশার অভিবা‌সী আন্দোল‌নে অংশ নেন। সমা‌বে‌শ শে‌ষে বি‌ভিন্ন সংগঠ‌নের প্রতি‌নি‌ধিরা বক্তব্য দেন। সমা‌বে‌শে বক্তারা দাবি না মানা পর্যন্ত আন্দো‌লন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষণা দেন। ২০১৮ সা‌লের জুলাইয়ের জ‌রিপ অনুযায়ী, ফ্রান্সে ৪ লাখের বেশি অনিয়মিত বা অবৈধ অভিবাসী র‌য়ে‌ছেন। তাঁরা বাংলা‌দেশ, পা‌কিস্তান, সি‌রিয়া, ‌তিউনি‌সিয়া, আফগা‌নিস্তান, ইরাক, নাইজে‌রিয়া, সোমা‌লিয়া, ‌তিব্বত ও আফ্রিকার অভিবাসী। মহামারি ক‌রোনাভাইরাসের ভয়াল থাবায় ইউরো‌পের দেশগুলো ভীষণ ক্ষ‌তিগ্রস্ত। এর ম‌ধ্যে ইতালি, স্পেন, ফ্রান্স উল্লেখযোগ্য। আক্রান্ত দেশগু‌লোর ম‌ধ্যে অনেক দেশ ইতিম‌ধ্যে অনিয়‌মিত অভিবাস‌ী‌দের বৈধকর‌ণের ঘোষণা দি‌য়ে‌ছে। ফ্রা‌ন্সে বসবাসরত অনিয়‌মিত অভিবাসীরা ভে‌বেছিলেন, অন্যান্য দে‌শের মতো ফ্রান্স সরকারও অনিয়‌মিত অভিবাসী‌দের নিয়‌মিতকর‌ণের ঘোষণা দে‌বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন