ব্যানানা নিউটেলা কেক
বার্তা২৪
প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৮:৪৮
নিউটেলার চকলেটি স্বাদ এবং কলার মোলায়েম টেক্সচারের সমন্বয়ে তৈরি ব্যানানা নিউটেলা কেকটি সকাল ও বিকালের নাশতার আয়োজনের জন্য পারফেক্ট একটি খাবার। এক কাপ চায়ের সঙ্গে এক পিস ব্যানানা নিউটেলা কেক সহজেই মন ভালো করে দিবে। সবচেয়ে দারুণ বিষয় হল, হাতের কাছে থাকা সহজলভ্য জিনিসেই তৈরি করে নেওয়া যাবে কেকটি।
ব্যানানা নিউটেলা কেক তৈরিতে যা লাগবে
১. ৪টি পাকা কলা (একটু বেশি পাকা হলে ভালো)।
২. তিনটি ডিম।
৩. ৩/৪ কাপ চিনি।
৪. ৩/৪ কাপ তেল।
৫. ১/৩ কাপ নিউটেলা।
৬. ৩ টেবিল চামচ কোকোয়া পাউডার।
৭. ৩/৪ কাপ ময়দা।
৮. এক চিমটি লবণ।
৯. এক চা চামচ বেকিং পাউডার।
১০. আধা চা চামচ বেকিং সোডা।
১১. ১/৪ কাপ গরম পানি।
১২. ১/২ কাপ বাদাম (পছন্দমত)।
- ট্যাগ:
- লাইফ
- বিকেলের নাস্তা
- কেকের রেসিপি