মেয়ের জন্য কাঁদলেন বাঁধন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৬:৩৭
অভিনেত্রী-মডেল আজমেরী হক বাঁধনের স্বামীর সঙ্গে বিচ্ছেদর পর থেকে মেয়ে নিয়ে একাই থাকেন। মেয়ে সারয়ার কাছে মা-বাবা বলতে বাঁধন। তাই বাবা দিবসে মা বাঁধনকে শুভেচ্ছা জানান সায়রা। বাবা দিবসে মেয়ের কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে খুশি মা বাঁধন। এই খুশি তাকে কাঁদিয়েছেও।
জানা গেছে, বাবা দিবসে সায়রা নিজ হাতে কেক বানিয়ে, কফি তৈরি করে, একটি চকলেট বার ও সঙ্গে চিঠি নিয়ে মায়ের কাছে হাজির হন। এ বিষয়ে বাঁধন বলেন, আমিও মাঝেমধ্যে সায়রাকে সারপ্রাইজ দেয়ার চেষ্টা করি। একইভাবে সেও আমাকে দেয়। কিন্তু বাবা দিবসের ব্যাপারটা সত্যিই আমাকে অনেক বেশি অবাক করেছে। আমি খুবই আবেগপ্রবণ হয়ে কেঁদেছি। বাঁধনের মেয়ে সায়রার বয়স এখন আট বছরের কাছাকাছি। সায়রার মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদের পর তিন বছর ধরে মায়ের কাছেই থাকে সায়রা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৯ মাস আগে