You have reached your daily news limit

Please log in to continue


সর্বক্ষেত্রেই সুশান্তের শূন্যতা অনুভব করবেন প্রীতি

সুশান্ত সিং রাজপুতের সাথে প্রীতি জিনতার রয়েছে অন্যরকম বন্ধুত্ব। সেই বন্ধুকে হারিয়ে প্রীতি এখন অনেকটাই শোকাহত। প্রিয় বন্ধুকে হারিয়ে লিখেছেন আবেগ মিশ্রিত কিছু কথা। প্রীতি লিখেছেন, 'আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কী বিশাল একটা ক্ষতি, বিশাল এক মন ও মেধার অপমৃত্যু। তোমার বারান্দা থেকে আকাশের তারা দেখা হবে না, নভোবস্তুবিদ্যা আর নাসা নিয়ে তোমার সাথে আলাপচারিতা হবে না। নাচ প্রতিযোগিতা, ক্রিকেটের আনন্দ উদযাপন ও গজল সন্ধ্যা উপভোগ করা হবে না। আমি তোমাকে মিস করবো সুশান্ত, হৃদয়ের গভীর থেকে গভীরতর থেকে।'  প্রীতি গভীর শোক প্রকাশ করে বলেন, 'তুমি অনেকে আগেই চলে গেলে।  ভালোবাসি তোমায়, শান্তিতে থাকো বন্ধু আমার। তোমার পরিবার এই শোক কাটিয়ে উঠুক। ' রবিবার মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়ি থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণায় জানায় পুলিশ। পোস্ট মর্টেম রিপোর্টেও তাই বলা হয়েছে। জানা গেছে, গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। রবিবার আনুমানিক দুপুর পৌনে ১টার দিকে নিজের শোবার ঘরে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন