You have reached your daily news limit

Please log in to continue


জলাবদ্ধতাপ্রবণ ৫৯ এলাকায় নাকাল হবে ঢাকাবাসী

৫৯ জলাবদ্ধতাপ্রবণ এলাকা নিয়ে বেকায়দায় রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএসসিসি ও ডিএনসিসি)। পানি নিষ্কাশনের অধিকাংশ চ্যানেল অকার্যকর হয়ে পড়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণের ৩০টি ও উত্তরের ২৯টি এলাকা রয়েছে। ফলে এ বছরও ঢাকাবাসী জলাবদ্ধতার মুখোমুখি হবে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় এলাকাভিত্তিক ছোট ছোট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা সমাধানের পথে হাঁটছে দুই সিটি করপোরেশন। জানা গেছে, এলাকাভিত্তিক জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্প গ্রহণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরমধ্যে বেশ কয়েকটি এলাকার সমস্যা সমাধান করা হয়েছে। তবে পানি নিষ্কাশনের বড় বড় সার্ফেস ড্রেনগুলো হচ্ছে ঢাকা ওয়াসার। সেগুলো পরিষ্কার না থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে বলে মনে করছে সিটি করপোরেশন। এ অবস্থায় সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা বলছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে সাময়িক নিরসন হলেও টেকসই সমাধান মিলবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন