দেখতে দেখতে এক বছর কেটে গেল। শুক্রবার প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। আর এই বিশেষ দিনটিতে ভক্তদের সামনে বিশেষ ছবি শেয়ার করেছেন তিনি।এছাড়া এদিন নুসরত-নিখিলের প্রথম বিবাহ বার্ষিকীতে তাদের শুভেচ্ছা জানিয়েছেন টালিউডের অনেকেই।শেয়ার করা ছবিতে সবুজ ঘাসের ওপর স্বামী নিখিল জৈনের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ছবিটি নিঃসন্দেহে রোমান্টিক। এর ক্যাপশনে তিনি লিখেছেন, তুমি আজও আমার, কালও। আমি তোমাকে এভাবেই ভালোবাসব। অন্যদিকে নুসরাতের উদ্দেশ্যে নিখিল জৈন লেখেন, ‘তোমার হাসি আমাকে উজ্জীবিত করে তোলে। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না।
তোমার হাসি যেন আমার কাছে সারা বিশ্ব!’তিনি আরও লেখেন, ‘এই এক বছরে এত কিছু ঘটেছে যে এই সময়টাকেও খুব কম মনে হচ্ছে। সারা জীবন একসঙ্গে কাটাতে চাই, নানা ঘটনার অপেক্ষায় থাকতে চাই তোমার জন্যে, তোমার সঙ্গে, তোমার মতো করে! শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা!’নুসরত প্রায়ই স্বামী নিখিলের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করেন। এই ছবি নিয়ে কখনও কখনও ট্রলেরও শিকার হতে হয়েছে। গত বছরের ১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোন।বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন ৩০ জন। ছিলেন তাদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.