![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F19%2Fbodi.jpg%3Fitok%3DXPsTzvEg)
করোনা নিয়ে সাবেক সাংসদ বদি আনোয়ার খান মডার্নে ভর্তি
এনটিভি
প্রকাশিত: ২০ জুন ২০২০, ১৫:১০
নভেল করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার ভোরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার দুপুরে বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হেলাল উদ্দিন বলেন, ‘স্যারের শারীরিক তেমন অবনতি হয়নি। তবে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। করোনামুক্ত হতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে তিনি গাড়িয