কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনার বাড়িতে নিরাপদে আছি: পপি

ঢাকা টাইমস প্রকাশিত: ২০ জুন ২০২০, ১৪:৩৭

করোনার সংক্রমণরোধে গত মার্চ মাসে সরকারের সাধারণ ছুটি ঘোষণার আগে থেকেই খুলনায় নিজ বাড়িতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পরভীন পপি। দুই মাসেরও বেশি সময় পর ছুটি বাতিল করে সব খুলে দিলেও অভিনেত্রী এখনো ঢাকায় ফেরেননি। করোনা পরিস্থিতির ওপরই নজর রাখছেন তিনি।

আশঙ্কা প্রকাশ করে পপি জানান, ‘অবস্থা ভালো যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। ধেই ধেই করে বাড়ছে মৃতের সংখ্যাও। পৃথিবীটা আর ভালো হচ্ছে না। খুব ভয় লাগছে। আতঙ্কের মধ্যে দিন কাটছে।’নায়িকা বলেন, আড়াই মাসের বেশি হয়েছে খুলনায় রয়েছে। দেশের পরিস্থিতি দেখে খুব একটা ভালো নেই মন। ভয় কাজ করে সারাক্ষণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের মানুষের যে কী অবস্থা হবে!’

খুলনায় কীভাবে সময় কাটছে? একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলেন, ‘এখানে আসলে তেমন কিছুই করার নেই। তবে এটুকু বলতে পারি, বাড়িতে নিরাপদেই আছি। মাঝে মাঝে বোরিং লাগলেও খোলামেলা পুকুর, বাগান এসবের মধ্যদিয়ে সময়টা বেশ ভালোই কাটে।’

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের খুব দারুণ একটা সময়ে অভিনয় যাত্রা শুরু করেন পপি। সেই থেকে দীর্ঘ ২৫ বছরে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতায় বর্তমান চলচ্চিত্রের অবস্থা মূল্যায়ণ প্রশ্নে পপি বলেন, এই অবস্থায় আসলে কীভাবে মূল্যায়ন করি।’

নায়িকা জানান, ‘ইন্ডাস্ট্রিতে তো কোনো কাজই হচ্ছে না। সবার কাজই বন্ধ। দোয়া করি, যেন আল্লাহ সব আগের মতো করে দেন। অনেকের চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থেকেই জীবিকা চলে। সবাই যেন তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেন। আমরা যেন এই বিপদ থেকে রক্ষা পাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও