কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহকারী দলের ওপর হামলার চেষ্টা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওরা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘বিপুলাসার এলাকায় আমাদের এক পজিটিভ রোগীর ১৮ দিন হয়ে গেছে। তাঁকে ১৪ দিন পরই সুস্থ ঘোষণা করার কথা। এমন অবস্থায় আমাদের নমুনা সংগ্রহকারী একটি দলকে ওই রোগীর পুনরায় নমুনা সংগ্রহের নির্দেশ দিই। তবে কাদামাটির কারণে গাড়ি রোগীর বাড়ি পর্যন্ত যেতে পারেনি। তাই রোগীকে তাঁর গ্রামের পাশেই একটি স্কুলমাঠে মাস্ক, গ্লাভস পরে একা আসতে বলা হয়। সেভাবেই তিনি আসেন।'
তিনি আরো বলেন, 'এর পর তাঁর নমুনা সংগ্রহের সময় স্থানীয় একদল লোক আমাদের দলকে ঘিরে ধরে। এ সময় তাঁরা বলেন, কার অনুমতি নিয়ে এখানে নমুনা সংগ্রহ করতে এসেছেন? ওই দলে দুজন নারী চিকিৎসকও ছিলেন। লোকগুলো তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে তাঁদের রক্ষার চেষ্টাকালে স্বাস্থ্য সহকারীকেও লোকগুলো মারার জন্য উদ্যত হন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.