চাঁপাইনবাবগঞ্জে আমে এবার মিলছেনা আসল স্বাদ ও গন্ধ, দামও বেশি

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৮:৪৪

করোনা সংকট মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের আমগাছের সঠিক পরিচর্যা না করায় এবং দেরিতে মুকুল আসায় প্রাকৃতিভাবে আমের পুষ্টতা এখনও আসেনি। ফলে আমের এই ভরা মৌসুমেও নেই আমের প্রকৃত স্বাদ ও গন্ধ। তারপরও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে অনেক আম ঝরে পড়ায় এবার আমের ফলন কম হয়েছে।

যার ফলে বেশি দামের আশায় আম ব্যবসায়ীরা গোপালভোগ, ক্ষিরসাপাত ও ল্যাংড়া আম নামিয়ে বিক্রি করছে। এতে করে বিক্রেতারা বেশি দাম পেলেও এই আম কিনে ঠকছে ক্রেতারা। কারণ এখনও আমের স্বাদ ও গন্ধ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না।

এই প্রসঙ্গে আম গবেষকরা বলছেন, আমগাছের সঠিক পরিচর্যা না করায় এবার আমের এই অবস্থা হয়েছে। অপরদিকে, আমের দাম ভালো পাওয়ায় ব্যবসায়ী ও বিক্রেতারা বেশ খুশি। তবে আমের দাম নাগালের বাইরে থাকায় ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আগামী সপ্তাহে সব জাতের আম উঠলে বেচাকেনা আরো জমবে বলে আশাবাদি ব্যবসায়ী ও বিক্রেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও