কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনায় ডা. রকিব হত্যায় আরো তিন আসামি রিমান্ডে

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৬:৫৭

খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আব্দুর রকিব খান হত্যা্ মামলায় গ্রেপ্তার আরো তিনজন আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি জমির শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর ও ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন।

এর আগে গত ১৮ জুন মালার আসামি খাদিজা (৪৫) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিনে আসামি আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই বিএম মনির হোসেন জানান, ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জমির, আব্দুর রহিম, আবুল আলী ও গোলাম মোস্তফা, খাদিজাকে টঙ্গী ও খুলনার রূপসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঊল্লেখ্য, গত ১৫ জুলাই এক প্রসূতি রোগী মারা যাওয়ার ঘটনায় তার স্বজনরা খুলনা রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আব্দুর রকিব খানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছোটভাই গত ১৭ জুন হত্যা মামলা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও