বিনা খরচেই ‘বোতল বাতি’ জ্বলবে বছরের পর বছর

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৫:৫৯

সাদা ও স্বচ্ছ প্লাস্টিকের বোতল। সেটার মধ্যে দেয়া হয় ক্লোরিন মেশানো পানি। টিনের চাল ফুটো করে বোতলটি স্থাপন করলেই আলোকিত হয় এমন সব ঘর—যেগুলোতে দিনের বেলাতেও থাকে ঘুরঘুট্টি আঁধার। বিদ্যুৎ, ব্যাটারি—কিছুরই প্রয়োজন হয়না এই বাতির জন্য।  তারপরও সূর্যালোক যেন চুইয়ে পড়ে ঘরের ভেতর। এটিকে বলা হয় ‘বোতল বাতি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও