মক্কা-মদিনায় আজকের জুমআ পড়াবেন যারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১১:১০

পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে যথাযথ নিয়ম মেনেই অনুষ্ঠিত হয় জুমআর নামাজ। সে আলোকে হারামাইন কর্তৃপক্ষ ২৭ শাওয়াল মোতাবেক ১৯ জুন পবিত্র জুমআ নামাজ আদায় ও খুতবা প্রদানের জন্য ইমাম নির্ধারণ করেছেন।

মহামারি করোনার কারণে নতুন নিয়মে যথাযথ সতর্কতার সঙ্গে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদসহ দেশটির প্রায় সব মসজিদে নামাজ চালু রয়েছে। তবে সৌদি আরবের অন্যান্য মসজিদের মতো পবিত্র নগরী মক্কায় তথা কাবা শরিফে নামাজ আদায়ের সাধারণ ব্যবস্থাপনা এখনও শুরু হয়নি। তবে মসজিদে নববি নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। নতুন নিয়ম মেনে সতর্কতার সঙ্গে মসজিদে নববিতে নামাজ আদায় করছেন মুসল্লিরা।

মক্কা-মদিনায় আজকের জুমআর নামাজ ও খুতবার জন্য নির্বাচিত সম্মানিত ইমাম ও খতিবরা হলেন-- কাবা শরিফের প্রসিদ্ধ ও প্রবীণ ইমামদের অন্যতম, বিশ্বব্যাপী সুকণ্ঠের অধিকারী হিসেবে পরিচিত শায়খ ড. সৌদ আল-শুরাইম।- মদিনার মসজিদে নববির প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বুয়াইজান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও