ব্যথা ছাড়াই মুখে অবাঞ্ছিত লোম দূর করার কার্যকরী দুই উপায়!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৩:৫৬

মুখের অবাঞ্ছিত লোম নিয়ে অনেকেই বিরক্তিকর পরিস্থিতিতে পড়েন। তাছাড়া এখন লকডাউনের কারণে পার্লারে যাওয়াও সম্ভব হচ্ছে না। তবে ঘরোয়াভাবে এই সমস্যা দূর করা সম্ভব। এক্ষেত্রে দুটি ঘরোয়া পদ্ধতি খুবই কার্যকরী। প্রাকৃতিক উপাদান ব্যবহার হয় বলে এই পদ্ধতি ত্বকের জন্য একদম নিরাপদ। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। আর এতে ব্যথাও হবে না।

চলুন জেনে নেয়া যাক মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করার ঘরোয়া পদ্ধতিগুলো- ৮ থেকে ৯ টেবিল চামচ পানি, দুই চামচ চিনি ও লেবুর রস নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিন। এরপর বুদবুদ ওঠা পর্যন্ত গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে ২০ থেকে ২৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।

ধোয়ার সময় ঠাণ্ডা পানি দিয়ে বৃত্তাকারে ঘষে ওঠান। এতে একদমই ব্যথা ছাড়া লোম উঠে আসবে।   > টমেটো ও লেবুর রস দিয়ে বানানো স্ক্র্যাব আমাদের মুখের লোম দূর করতে সাহায্য করে। এক্ষেত্রে লেবু আর টমেটো মিলিয়ে তৈরি করে নিন এক অসাধারণ স্ক্রাব। এর জন্য টমেটোর রস আর লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে তাতে ১ চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার এ পেস্টটি লোমের অংশে মোটা করে লাগিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও