বর্ষাকালে জামা কাপড়ের সুরক্ষায় যা করবেন

আরটিভি প্রকাশিত: ১৭ জুন ২০২০, ২১:৪৮

বর্ষাকালের অনেক ভালো দিক আছে। ঝম ঝম বৃষ্টি, খিচুড়ি-ডিম ভাজা, অফিস কিংবা ব্যালকুনিতে বসে চা- কফি-পাকোড়া কত কি মনে আসে।

তবে কিছু সমস্যা থেকেই যায়। মাস জুড়ে শোবার ঘরে দড়ি টাঙ্গিয়ে সারি সারি জামাকাপড়। কাপড় ধোয়ার পর কখনও কখনও শুকাতে দেরি হয়। আর তখন সারা বাড়িতে কেমন যেন একটা বোটকা গন্ধ নামে!

রোদ না পেয়ে রীতিমতো ছ্যাতলা পড়ে ওয়াডরোবের সব সাধের পোশাকে। কীভাবে বাঁচবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে?

জেনে নিন সহজ কিছু উপায়-

খেয়াল রাখবেন ঘরে যেন হাওয়া ঢোকে।

বর্ষায় কাপড় চোপড় ঘরে ফ্যানের বাতাসে শুকোলে সেই ঘরের জানলা দরজা যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করুন। যাতে কাপড় শুকোতে গিয়ে ঘরে দুর্গন্ধ না ছড়িয়ে পড়ে। ঘরে যাতে বাতাস প্রবেশ করে সেদিকে খেয়াল রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও