মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, পণ্য ওঠানামা বিঘ্নিত
এনটিভি
প্রকাশিত: ১৭ জুন ২০২০, ১২:৫৫
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। এ কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার, কয়লা, ক্লিঙ্কার, পাথর, গ্যাসসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, 'বৃষ্টিপাতের কারণে বন্দরে পণ্য বোঝাই, খালাস ও পরিবহন কাজ বিঘ্নিত হচ্ছে।' এদিকে একটানা ভারি বৃষ্টিপাতের কারণে মোংলা পৌরশহর ও শহরতলির বিভিন্ন