কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শর্তসাপেক্ষে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি ক্রিকেটাররা

ঢাকা টাইমস প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১০:৩৬

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আদৌ সফরটি হবে কিনা সেটি নিয়ে সন্দিহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

এখন পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাতে পারেনি তারা। তবে আপাতত মাঠে ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তারপরও গুঞ্জন রয়েছে, ২টি শর্ত শতভাগ পূরণ করতে পারলে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি জাতীয় ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, আসন্ন শ্রীলঙ্কা সফর ও মাঠে ক্রিকেট ফেরানো নিয়ে অনলাইনে সম্মিলিতভাবে ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এমনটা জানিয়েছেন ক্রিকেটাররা।

তিনি বলেন, ক্রিকেটাররা ২টি শর্ত দিয়েছেন। আর তা হলো- স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা শতভাগ নিশ্চিত করলেই কেবল শ্রীলঙ্কা সফরে যাবেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও