ঢাকার বাইরে লকডাউন, মানছে না কেউই
আশঙ্কাজনকহারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে নানা অজুহাতে পুলিশের বাধা উপেক্ষা বাইরে ঘোরাফেরা করছেন অনেকে।
চাঁদপুর
চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ চারজনের মৃত্যুসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার (১৫ জুন) সকাল থেকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
নোয়াখালী
নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় ৭ম দিনের মতো চলছে লকডাউন। সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয় যান চলাচল। জোরদার করা হয় পুলিশের টহল।
নরসিংদী
নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে চলছে লকডাউন। তবে নরসিংদী সদর, মাধবদী ও পলাশ উপজেলাকে রেড জোন ঘোষণা করা হলেও সচেতনতা নেই সাধারণ মানুষের মাঝে। অবাধে চলাফেরা করছেন তারা। নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাও। পাশাপাশি সদরের বাবুরহাট বাজারেও চলছে লকডাউন।
মানিকগঞ্জ অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জের ৭টি এলাকাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।