কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ রাজ্জাকের জন্মদিন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১১:২৬

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকের জন্মদিন আজ। ১৯৮২ সালের  ১৫ জুন খুলনায় জন্মগ্রহণ করেন এ বাঁহাতি স্পিনার।

সাকিব আল হাসানের আগমনের পূর্বে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান অস্ত্র। হংকংয়ের বিপক্ষে ২০০৪ সালে রাজ্জাকের ওয়ানডে অভিষেক হয়। ভালো খেলার স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেন তিনি। এছাড়া বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও ছিলেন রাজ্জাক। 

ক্যারিয়ারে সব মিলিয়ে ১৩ টেস্ট, ৩৪ টি-টোয়েন্টি ও ১৫৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন আব্দুর রাজ্জাক। উইকেট শিকার করেছেন যথাক্রমে ২৮, ৪৪ ও ২০৭টি। ২০১০ সালে ইতিহাসের দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিক করেন রাজ্জাক। এছাড়া ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ডটিও তার দখলে। 

২০১৮ সালের ফেব্রুয়ারিতে দেশের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন রাজ্জাক। বহুদিন জাতীয় দলে সুযোগ না পেলেও এখনো প্রথম শ্রেণির ক্রিকেট খেলে যাচ্ছেন বর্ষীয়ান এই ক্রিকেটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও