যথাসময়ে ডাকসু নির্বাচন ও হল অছাত্রমুক্ত করার দাবি ভিপি নুরের
যথাসময়ে ডাকসু নির্বাচন ও আবাসিক হলসমূহ বহিরাগত-অছাত্রমুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক অধিবেশনে এসব দাবি জানান তিনি।
সিনেট অধিবেশনে নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর আপনার সময়েই নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকার পরও ছাত্র রাজনীতির ঐতিহ্য ডাকসু নির্বাচন হয়েছে। সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত হয়েছে। গত ২৩ মার্চ ডাকসুর এক বছরের মেয়াদ শেষ হলেও যথাসময়ে নির্বাচন সম্পন্ন হয়নি। যদিও সময় বর্ধিত করার বিধি-বিধান আছে।
এসময় ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা নিয়ে সিনেটের সবার দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে উপাচার্যের কাছে জানতে চান নুর।
ডাকসু ভিপি সিনেট অধিবেশনে আরও বলেন, কোভিড-১৯ এর মধ্যেও প্রভোস্ট কমিটির মিটিংয়ে হলগুলোকে অছাত্র-বহিরাগতমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি খুবই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এর আগেও ৩-৪ বার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রভোস্ট কমিটি বারবার সিদ্ধান্ত নিয়েও কেন তা বাস্তবায়ন করতে পারছে না।
তিনি আরও বলেন, করোনা মহামারির এ সময়ে দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। ছাত্র-শিক্ষকরা শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছেন না। অনেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম, ক্লাস চালুর কথা বলছেন, কয়েকজন সিনেট সদস্যও ই-লার্নিংয়ের বিষয়ে মতামত দিয়েছেন।
নুর বলেন, বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান শহরকেন্দ্রিক হলেও আমরা জানি বেশিরভাগ শিক্ষার্থীই গ্রামের। অবকাঠামোর অবস্থা, দুর্বল নেটওয়ার্ক, মানসম্মত ডিভাইসের অপ্রতুলতা বিবেচনায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো খুবই কঠিন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নিজেদের প্রতিষ্ঠানের কথা ভেবে পুরো শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে একটি কার্যকর প্রস্তাবনা দিতে পারে কিনা?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.