রাজশাহীতে আনসার আল-ইসলামের চার সদস্য গ্রেপ্তার
রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাজিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাথানবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত চার জঙ্গি হলো- জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামের সবুর আলীর ছেলে আলী সুমন (২৪), বগুড়ার শাহজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুর রহমান (২১), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় খান পারভেজ (২৪) এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার শেখেরতালুক গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এ টি এম মাইনুল ইসলাম জানান, চার জঙ্গি পরিত্যক্ত একটি বাথানবাড়িতে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উগ্রবাদ সংক্রান্ত বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।