রুক্ষ চুলের যত্নে প্রাকৃতিক দুই প্যাক!
চুলের যত্নে কত কিনা করেন সবাই। তারপরও নিত্যনতুন সমস্যা চুলে লেগেই থাকে। তাই চুল পড়া, রুক্ষ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। এতে চুল হয়ে উথবে প্রাণবন্ত। চুলের যত্নে ২টি ঘরোয়া প্যাক খুবই কার্যকরী। এই প্যাকগুলো নিয়মিত লাগালে চুল ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে।
চলুন তবে জেনে নেয়া যাক রুক্ষ চুলের যত্নে ঘরোয়া উপায় দুটি- কলার প্যাক ড্যামেজ চুলের জন্য কলা অত্যন্ত উপকারী। হেয়ার কন্ডিশনার হিসেবে স্বাস্থ্যকর চুলের জন্যও কলার প্যাক ভালো। একটি কলা, একটি ডিম, ৩ টেবিল চামচ মধু, ৩ টেবিল চামচ দুধ ও ৫ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগান।
১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন! দইয়ের প্যাক ডিমের সাদা অংশ এবং ৫ বা ৬ চামচ টক দই মিশিয়ে মাথায় দিলে তা ভালো কন্ডিশনিং করে চুলে। হেয়ার কন্ডিশনার হিসেবে এই উপকরণগুলো হাতের কাছেই পাওয়া যায়।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- রুক্ষ চুল