জেনে নিন মলিদা তৈরির রেসিপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৭:২৭

মলিদা মূলত বরিশাল অঞ্চলের একটি জনপ্রিয় পানীয়। এই অঞ্চলের বিভিন্ন উৎসব পার্বণে মলিদা খাওয়ার চল অনেক পুরোনো। তবে বর্তমান প্রজন্মের অনেকে এই মলিদার সঙ্গে পরিচিত নন।

চলুন জেনে নেয়া যাক মলিদা তৈরির রেসিপি- উপকরণ:১ কাপ পোলাওয়ের চাল বাটা,২ টেবিল চামচ নারিকেল বাটা১/২ কাপ ভিজিয়ে রাখা চিড়া২ কাপ ঠান্ডা তরল দুধ১ কাপ ডাবের পানি১ চা চামচ আদা বাটা১/২ কাপ চিনিলবণ পরিমাণমতো। প্রণালি: একটি পাত্রে প্রথমে পোলাওয়ের চাল বাটা, নারিকেল বাটা ও চিড়া মিশিয়ে হাত দিয়ে কচলে নিন যেন সবগুলো উপাদান একসাথে মিশে যায়। আরেকটি পাত্রে তরল দুধ, ডাবের পানি ও চিনি মিশিয়ে সম্পূর্ণরূপে চিনি না মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

দুধের মিশ্রণে চাল, নারিকেল ও চিড়ার মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নাড়তে থাকুন। সবগুলো মিশ্রণ ঢালার পর লবণ ও আদা বাটা দিয়ে ৫ মিনিট ভালো করে নাড়ুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও