কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যামাজনে মিলবে দেশীয় স্কিন ক্যাফের অর্গানিক পণ্য

চ্যানেল আই প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৫:৩৫

অ্যামাজনে মিলবে দেশীয় স্কিন ক্যাফের অর্গানিক পণ্য তথ্যপ্রযুক্তিস্বাস্থ্য - চ্যানেল আই অনলাইন ১৪ জুন, ২০২০ ১৫:৩৫ দেশের প্রথম বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাজারে জায়গা পেল স্কিন ক্যাফে (Skin Cafe)। সেই হিসাবে প্রতিষ্ঠানটির অর্গানিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং পারসোনাল কেয়ারের পণ্যগুলো বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেট প্লেস অ্যামাজনে পাওয়া যাবে। এর আগে বাংলাদেশি কোনো পণ্য অ্যামাজনে স্থান পায়নি।

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমেই যেকোনো ক্রেতা ঘরে বসে এই অর্গানিক পণ্যগুলো কিনতে পারবেন। অ্যামাজনের সঙ্গে যাত্রা হওয়া নিয়ে স্কিন ক্যাফে লিমিটেডের চিফ অপারেশন অফিসার (সিওও) মোহাম্মদ আবদুল্লাহ আল জাহিদ জানান, অ্যামাজনে অন্তর্ভুক্ত হওয়ার আগে স্কিন ক্যাফের পণ্যগুলো যুক্তরাষ্টের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন লাভ করে, যেটা বাংলাদেশে তৈরি কোনো বিউটি ব্র্যান্ডের জন্য প্রথম ছিল! এটা অবশ্যই দেশের জন্য গর্বের ব্যাপার।

বিজ্ঞাপন তিনি বলেন, দেশীয় ক্রেতাদের মন জয় করার পর আমরা অ্যামাজনের মাধ্যমে বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশে তৈরি এ অর্গানিক পণ্যগুলো পৌঁছে দিতে চাই। কারণ আমরা বিশ্বাস করি, দেশেই চমৎকার সব অর্গানিক পণ্য বানানো সম্ভব; যেগুলো কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মানুষের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রয়োজন পূরণ করতে পারে। আশা  করি, আমাদের পণ্য সবাইকে পজিটিভ ইউজার এক্সপেরিয়েন্স দেবে। তিনি আরও জানান, বাংলাদেশে বিউটি এবং পার্সোনাল কেয়ার মার্কেট গত কয়েক বছরে দারুণভাবে বিকশিত হয়েছে। বর্তমানে এই মার্কেটের আকার প্রায় তিন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও