চাঁদপুরে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর
চাঁদপুরে করোনা পজিটিভ এবং করোনার উপসর্গ নিয়ে এই পর্যন্ত মারা গেছেন অন্তত ৮০ জন। আর আক্রান্তের সংখ্যাও চারশ পেরিয়ে গেছে। তবে আক্রান্তের চেয়ে মৃত্যুহার বেশি হওয়ায় জেলার সর্বত্র একধরনের আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীদের রক্ষায় অবশেষে এগিয়ে আসলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মহামারীর এমন পরিস্থিতিতে রোগীদের সুচিকিৎসা দিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হবে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এমন সুসংবাদ জানান শিক্ষামন্ত্রী।
এর দ্বারা হাই ফ্লো অক্সিজেন দেওয়ার কাজ চলবে। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি আপাতত হাসপাতালের ৩০ শয্যায় রোগীদের সেবা দিতে সক্ষম হবে। পরবর্তীতে এটিকে আরো বাড়ানো যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরের জন্য একটি সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট আমি নিজেই ব্যবস্থা করেছি। তবে এটি বিদেশ থেকে আসতে মাসখানেক সময় লাগবে হয়তো। তিনি আরো বলেন, করোনা চলে গেলেও এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি সব সময়ের জন্যেই প্রয়োজন হবে। বিশেষ করে আইসিইউর জন্যে তো অবশ্যই।