চাচা-ভাতিজা হত্যার ঘটনায় মামলা, ১৩ জন গ্রেফতার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৬:৩২

নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তার মোল্যা ও তার ভাতিজা আমিনুর রহমান হাবিলকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭৭ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কাশিপুর ইউপির গন্ডবগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ড ঘটে।

শুক্রবার রাতে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেছেন নিহত মোক্তার মোল্যার ভাই মোমরেজ মোল্যা। এছাড়া একই সময়ে রফিকুল মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল জেলা পরিষদের সদস্য গন্ডব গ্রামের সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপের সঙ্গে একই গ্রামের মিরাজ মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় এ দু’গ্রুপ দ্বন্দ্ব -সংঘাতে জড়িয়ে পড়ে।

এ বিরোধের জের ধরে গত বুধবার দুপুরে ঢাল, সড়কি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিপ্লব গ্রুপের লোকজন মিরাজ মোল্যার সমর্থদের ওপর হামলা করে। হামলায় মুক্তার মোল্যা, তার ভাতিজা আমিনুর রহমান হাবিল ও রফিকুল মোল্যা নিহত ও ১০ জন আহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও