হাতের ত্বকের যত্নের পাশাপাশি তার জন্য ক্ষতিকর কিছু বিষয়ের দিকেও সমানভাবে নজর রাখা প্রয়োজন। প্রতিদিনের জীবনযাপনের অংশে অনেক ক্ষতিকর কাজগুলোই অভ্যাসে পরিণত হয়। যা থেকে হাতের ত্বক ক্ষতির মুখে পড়ে এবং নানাবিধ ত্বকজনিত সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে চর্মরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন কোন জিনিসগুলো থেকে হাতকে দূরে রাখা প্রয়োজন।
ল্যানোলিন
লস অ্যাঞ্জেলেসের স্টে স্কিন সেফ প্রতিষ্ঠানের বোর্ড সার্টিফায়েড ডার্মাটোলজিস্ট সিপোরা শেইনহাউজ জানান, তিনি সবসময় খুব সতর্কতার সাথে ল্যানোলিন (Lanolin) যুক্ত হ্যান্ড ক্রিম এড়িয়ে যান। কারণ ২.৩ শতাংশ মানুষের মাঝে এই উপাদানটি অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করে। সেই সঙ্গে ত্বককে শুষ্ক ও রুক্ষও করে তোলে।
পেট্রোলিয়াম বেসড হ্যান্ড ক্রিম
পেট্রোলিয়াম বেসড হ্যান্ড ক্রিমের প্রধান সমস্যাটি হল এটা খুবই তৈলাক্ত হয়। এ কারণে পেট্রোলিয়াম বেসড ক্রিমের পরিবর্তে গ্লিসারিন বেসড ক্রিম বেছে নিতে হবে। এতে হাতের ত্বক প্রয়োজন মাফিক আর্দ্রতা পেলেও চটচটে হয়ে থাকবে না।
জেল পলিশ
সহজে ব্যবহার করা যায় ও তুলে ফেলা যায় বলে ইদানিংকালে জেল নেইলপলিশ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে ডার্মাটোলজিস্ট সিপোরা শেইনহাউজ বলছেন, জেল পলিশ খুব দ্রুত নখকে শুষ্ক ও ভঙ্গুর করে দেয়। ফলে অল্পতেই নখ ভেঙে যায়। যদিও জেল পলিশ নখে বেশ লম্বা সময়ের জন্য থাকে, কিন্তু তা কোনভাবেই নখের স্বাস্থ্যের জন্য ভালো নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.