You have reached your daily news limit

Please log in to continue


কানের ‘মার্শে দ্যু ফিল্মে’ কৃষ্ণকলির ‘এনওসি’, খুঁজছেন সহ-প্রযোজক

বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের ৭৩তম আসরে নির্বাচিত হয়েছে সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলামের প্রথম প্রামাণ্যচিত্র ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’। প্রামাণ্যচিত্রটি এবারের আসরের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম (ফিল্ম কেনাবেচার বাজার)’ এর ‘কান ডকস’ এ অংশ নিচ্ছে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) তাদের ওয়েবসাইটে এমন তথ্য নিশ্চিত করেছে। সেখানে দেখা যাচ্ছে, ‘স্পটলাইটেড প্রজেক্ট’ হিসেবে বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্র নির্মাণ প্রকল্পের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রকল্প কৃষ্ণকলির ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’। এর ফলে কানের মার্শে দ্যু ফিল্মের প্রডিউচার্স ওয়ার্কশপে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্বাহী ও চলচ্চিত্র শিল্পের প্রভাববিস্তারকারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পাবেন ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’র নির্মাতা। তবে এটি কান উৎসবের অফিসিয়াল কোনও ঘটনা নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন