করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে শ্রীলংকার জনজীবন। এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছেন ক্রিকেটাররা। খুলতে শুরু করেছে দোকানপাট, শপিংমলসহ সবকিছু। তারই ধারাবাহিকতায় পুনরায় নিজের রেস্তোরাঁ চালু করেছেন সাবেক লংকান ক্রিকেটার ও মেরিলিবোর ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান কুমার সাঙ্গাকারা।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক আইডিতে সাঙ্গাকারার রেস্তোরাঁ খোলার ছবিটি প্রকাশ করেছেন। সেই পোস্টে বলা হয়েছে, ‘বুধবার থেকে পুনরায় গ্রান্ড হোটেল, নাওয়ারা এলিয়া চালু হয়েছে। খুলে দেয়ার সময় সাবেক লংকান অধিনায়ক কুমার সাঙ্গাকারা সপরিবারে উপস্থিত ছিলেন।
এরই মধ্যে শেফরা শ্রীলংকার ঐতিহ্য বজায় রেখে কাজ আরম্ভ করেছেন।’ পোস্টটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে করোনা পরিস্থিতি কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে শ্রীলংকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.