কৃত্রিম সূর্য বানাচ্ছে জার্মানি
বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম সূর্য নির্মাণ করছে জার্মানি। এটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে ১৪৯টি জেনন বাতি৷ যেগুলোর প্রত্যেকটি সিনেমার প্রজেক্টরের মতো শক্তিশালী৷ সম্প্রতি জার্মানির পশ্চিমাঞ্চলের শহর কোলোনের কাছে জার্মান এরোস্পেস সেন্টার ডিএলআর যন্ত্রটি পরীক্ষা করে৷ জার্মান বিজ্ঞানীরা এরইমধ্যে একটি ‘সিনলাইট’ বা সূর্যালোক ডিভাইস প্রকাশ করেছে।
বিজ্ঞানীদের মতে, এই বিশাল মৌচাকের মতো যন্ত্রটি ২০-২০ সেন্টিমিটার জায়গার মধ্যে সৌরশক্তিকে ধারণ করবে৷ যার ফলে ওই স্থানটি সাধারণ সৌর তেজস্ক্রিয়তার ১০ হাজার গুণ বেশি গ্রহণ করবে৷ গবেষকরা বলছেন, যন্ত্রটি উচ্চ তাপমাত্রা উৎপাদন করতে পারবে, যার ফলে হাইড্রোজেন সংগ্রহ করার নতুন উপায় খুঁজতে সাহায্য করবে৷ জ্বালানির জন্য এই গ্যাস যখন পোড়ানো হবে, তখন এর ফলে কোনো কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ হবে না৷ বর্তমানে হাইড্রোজেন সংগ্রহের অন্যতম উপায় হল, পানিকে তড়িৎ বিশ্লেষণ করে৷ যার ফলে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়৷ কিন্তু এতে প্রচুর তড়িৎ শক্তি লাগে৷ জার্মানির তৈরি এই রিগ বা যন্ত্রটি এমন বিশাল যে, এটা চালাতেও প্রচুর শক্তির দরকার৷ গবেষকদের আশা, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস মিশিয়ে তারা এমন একটি জ্বালানি উৎপাদন করতে পারবেন, যা বিমান শিল্পে ব্যবহার করা যাবে৷ এর ফলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত তৈরি করবে এই কৃত্রিম সূর্য৷
- ট্যাগ:
- প্রযুক্তি
- আবিস্কার
- কৃত্রিম সূর্য
- জার্মানি