You have reached your daily news limit

Please log in to continue


চার মাসের ছেলেকে রেখে করোনা রোগীর পাশে, প্রশংসিত চিকিৎসক

ডা. মাহমুদা সুলতানা আফরোজা। মেডিকেল অফিসার হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগে কর্মরত। চার মাস সাতদিন বয়সী একটি ফুটফুটে ছেলে আছে তার। ছেলেকে পর্যাপ্ত সময় দিতে মাতৃকালীন ছুটিতে আছেন এ চিকিৎসক। ২০১৬ সালে এমবিবিএস পাস করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন ডা. মাহমুদা সুলতানা আফরোজা। জানা গেছে, এ বছরের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে তার ছেলে। সেই থেকে ছুটিতে আছেন তিনি। মা হিসেবে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আগেই। এবার করোনা-যোদ্ধা হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিলেন ডা. মাহমুদা। দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে নিজের মাতৃত্বকালীন ছুটি বাতিল চেয়ে হাসপাতালের পরিচালকের কাছে আবেদন করেছেন তিনি। ডা. মাহমুদা সুলতানা আফরোজা বলেন, মহামারির এই সময়ে ঘরে বসে থাকা একজন চিকিৎসকের কাজ নয়। যারা চিকিৎসা নিতে আসেন তারাও কারো মা, কারো সন্তান। এটি সবসময় মাথায় রেখে রোগীর সেবা করি। আমি চাই না বিনা চিকিৎসায় একটি প্রাণ ঝরে পড়ুক, এতে নিজের মধ্যে অপরাধবোধ কাজ করে। তিনি আরো বলেন, অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসকের সংকট রয়েছে। যারা সুস্থ রয়েছেন তারাও যদি গা ছেড়ে দেন, তাহলে রোগীরা যাবে কোথায়? তাই আমি নিজেই মাতৃত্বকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আবেদন মঞ্জুর হলে করোনা ওয়ার্ডে যোগদান করবো।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন