দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে ২০১৫ সালে ৭ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শহিদ কাপুর। দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দাম্পত্য জীবনের পাঁচটি বছর।দাম্পত্য জীবনের পাঁচ বছর পার করলেও কখনও রান্না ঘরে যাননি শহিদ কাপুর। সবসময় স্ত্রীর হাতের রান্নাই খেয়ে আসছিলেন বলিউডের এই অভিনেতা।
চমকপ্রদ তথ্য হলো- পাঁচ বছরে প্রথমবার স্ত্রীকে নিজে হাতে রান্না করে খাওয়ালেন শহিদ কাপুর।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামীর রান্না করা পাস্তার ছবি শেয়ার করেছিলেন মীরা রাজপুত। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “পাঁচ বছরে এই প্রথম স্বামী আমার জন্য রান্না করলেন। আমার খাওয়া সেরা পাস্তা এটি।”
বর্তমানে পাঞ্জাবের বেয়াসে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন শহিদ কাপুর। গত ১৭ মার্চ থেকে সেখানে রয়েছেন তারা। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা না কমা পর্যন্ত সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই অভিনেতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.