তিন বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। বিয়ের পর ৩ বছর ধরে স্বামী মাইক রিকটার এবং তিনি বিষয়টি গোপন করেই রেখেছিলেন। ৩ বছর ধরে গোপনে রাখার পর এবার বিয়ের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ২০১৬ সালে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। ওই বছরই খ্রিস্টমাসে ইউরোপিয়ান ব্যবসায়ী মাইক তাকে প্রস্তাব দেন। মাইকের প্রস্তাব পাওয়ার পরপরই নিজের সম্মতি জানান মোনালি। ২০১৬ সালে মাইকের প্রস্তাব পাওয়ার পর ২০১৭ সালেই তারা বিয়ে সেরে ফেলেন।
কিন্তু বিয়ের পর ৩ বছর ধরে তা গোপন করে রাখেন বলে জানান মোনালি। উপযুক্ত সময় এলে সবাইকে সবকিছু জানাবেন বলে স্থির করেন। সেই উপযুক্ত সময় হতে হতেই ৩ বছর কীভাবে কেটে যায়, তা বুঝতে পারেননি বলে জানান মোনালি।
তবে গোপনে যে মাইকের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন, তা জানার পর বন্ধু এবং সহকর্মীরা তার উপর অনেকেই ক্ষেপে যাবেন বলে মজা করে জানান মোনালি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.