কোথাও নেই বুবলী, না কোথাও নেই। না, শুটিং স্পটে; না, সোশ্যাল মিডিয়ায়। টেলফোনে কেউ বুবলীকে খুঁজে পায় না। বুবলী আড়ালে চলে যাওয়ার পরেও তার ফোন সচল ছিল। ফোন হলেও ধরতেন না বুবলী। এখন ফোনের সুইচড অফ। ফোনে পাওয়া যায়। শাকিবের নায়িকা মানেই নানা রকম গালগল্প ভেসে বেড়ায় এফডিসি থেকে মিডিয়ায় পাড়ায়।
বুবলীর অন্তর্ধানেও সেরকমই গল্প পাওয়া যাচ্ছে। এরই মধ্যে একটি চলচ্চিত্র ত্থেকে বুবলীর সরে যাওয়ার খবর এসেছে। , শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়লেন বুবলী। কারণ নাকি গল্পের কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেই জন্যই বুবলীকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন ওই ছবি পরিচালক হিমেল আশরাফ।
যেখানে বছরের পর পর ধরে এই সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার পরও শুটিং অবধি যেতে পারেননি পরিচালক। সেই জায়গায় দাঁড়িয়ে নায়িকা বাদ দেওয়ার ঘোষণাটি অবাক করেছে। এর অর্থ দাঁড়াচ্ছে ভিন্ন রকম। যাইহোক সোশ্যাল মিডিয়া থেকে গুটিয়ে নিয়েছিলেন বহু পূর্বেই। কাছের মানুষদের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.