এগিয়ে আসেনি কোনো আত্মীয়, লাশ সৎকার করল পুলিশ-কাউন্সিলর
ঢাকার ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাখি মন্ডল (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার মরদেহ সৎকারে কোনো আত্মীয়স্বজন এগিয়ে না আসায় ধামরাই থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের সহায়তায় মৃতের সৎকার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে করোনা উপসর্গ নিয়ে পাখি মন্ডল বাড়িতেই মারা যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধামরাই পৌরসভার কায়েতপাড়ার দীপক রায় মল্লিক নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে মারা যান। এরপর তার বাড়ির গৃহপরিচারিকা পাখি মন্ডলও ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। সকালে তিনি মারা যান।
কিন্তু তার কোনো আত্মীয়স্বজন লাশ দাহ করতে এগিয়ে আসেনি। পরে বিকেলে স্থানীয় পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহাকে বিষয়টি জানান।
এরপর ওসির নির্দেশে থানার এসআই খাইরুল ইসলাম, ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণ গোপালের সহায়তায় কায়েতপাড়ার নিজ বাড়ি থেকে পাখি মন্ডলের মরদেহ উদ্ধার করে স্থানীয় শ্মশানে সৎকার করা হয়।