কুড়িগ্রামে সড়ক সেতুর বিকল্প রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১০ জুন ২০২০, ১৯:০৪

কুড়িগ্রামে নির্মাণাধীন সড়ক সেতুর বিকল্প রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করায় বর্তমানে যান চলাচলসহ জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। জেলা সদরের শুলকুর বাজার এলাকায় এ সেতুর পাশে নির্মিত বিকল্প সড়কের প্রায় ২৫ মিটার অংশ এলাকাবাসীরা কেটে দিলে এ অবস্থার সৃষ্টি হয়।

জানা গেছে, সদর উপজেলার কাচির চর, ভোগডাঙ্গা ও উত্তর নওয়াবস গ্রামের বাসিন্দারা সড়কের এ অংশটি গতকাল মঙ্গলবার বিকেলে কেটে দেয়া হয়। এতে টানা কয়েকদিনের বৃষ্টির পানি জমে ওই ৩ গ্রামে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সে সমস্যা দূর হলেও এখন যানবাহন ও মানুষ চলাচলে মারাত্বক সমস্যার সৃষ্টি হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঢেড়শ,পটল ও ঝিঙেসহ নানা সবজি খেত।অন্যদিকে,সদর উপজেলার যাত্রাপুর ও পাঁচগাছি এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার থেকে এসব এলাকার মানুষ যাতায়াতে ও মালামাল পরিবহনে চরম দুর্ভোগে পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও