কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কুড়িগ্রামে সড়ক সেতুর বিকল্প রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা

কুড়িগ্রামে নির্মাণাধীন সড়ক সেতুর বিকল্প রাস্তা কেটে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করায় বর্তমানে যান চলাচলসহ জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। জেলা সদরের শুলকুর বাজার এলাকায় এ সেতুর পাশে নির্মিত বিকল্প সড়কের প্রায় ২৫ মিটার অংশ এলাকাবাসীরা কেটে দিলে এ অবস্থার সৃষ্টি হয়। জানা গেছে, সদর উপজেলার কাচির চর, ভোগডাঙ্গা ও উত্তর নওয়াবস গ্রামের বাসিন্দারা সড়কের এ অংশটি গতকাল মঙ্গলবার বিকেলে কেটে দেয়া হয়। এতে টানা কয়েকদিনের বৃষ্টির পানি জমে ওই ৩ গ্রামে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সে সমস্যা দূর হলেও এখন যানবাহন ও মানুষ চলাচলে মারাত্বক সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ঢেড়শ,পটল ও ঝিঙেসহ নানা সবজি খেত।অন্যদিকে,সদর উপজেলার যাত্রাপুর ও পাঁচগাছি এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার থেকে এসব এলাকার মানুষ যাতায়াতে ও মালামাল পরিবহনে চরম দুর্ভোগে পড়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন