You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউনিস খান

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জুলাইয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এত দিন মহামারি করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। ওই সিরিজ শেষ হলেই আসন্ন ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। তাই ইংলিশ কন্ডিশনের কথা ভেবে কোচিং টিমকে আরো সমৃদ্ধ করতে দুজনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  জানা গেছে, ব্যাটিং কোচ হিসেবে সাবেক পাকিস্তানি অধিনায়ক ইউনিস খানকে এবং স্পিন পরামর্শক হিসেবে সাবেক স্পিনার মোশতাক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  উল্লেখ্য, নতুন ব্যাটিং কোচ ইউনিস খানকে পাকিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয়। ১৭ বছরের ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলে ৫২ গড়ে ১০,০৯৯ রানের মালিক হয়েছেন তিনি। ১১ দেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করার একমাত্র রেকর্ডও তার দখলে। এছাড়া ইংলিশ কন্ডিশনে ৯ টেস্ট খেলে প্রায় ৫১ গড়ে ৮১০ রানও করেছেন তিনি। অপরদিকে পাকিস্তানের জার্সিতে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে মোশতাক আহমেদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন