You have reached your daily news limit

Please log in to continue


ট্রেনের চাকায় নিহত মা, কোলের সন্তান আহত

অসাধানতাবশত রেললাইন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের চাকায় প্রাণ হারিয়েছেন এক নারী। এ সময় ওই নারীর কোলের সন্তানটিরও পায়ের একটি অংশ কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। পরে আহত শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মে) দুপুরে শ্রীমঙ্গল রেলস্টেশনে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বাংলানিউজকে বলেন, অসাধানতাবশত বাচ্চা কোলে নিয়ে রেললাইন অতিক্রমের সময় পাহাড়িকা ট্রেনে একজন নারী কাটা পড়ে মারা গেছেন এবং তার ৩ বছরের সন্তান আহত হয়েছে। আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এরপরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সবশেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিক্যালে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন